ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

যতদিন চায় ততদিন ভারতে থাকতে দেওয়া উচিত শেখ হাসিনাকে- কংগ্রেস নেতা

প্রকাশিত: ১৪:০৮, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:২৫, ১২ জানুয়ারি ২০২৫

যতদিন চায় ততদিন ভারতে থাকতে দেওয়া উচিত শেখ হাসিনাকে- কংগ্রেস নেতা

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। এই প্রসঙ্গে ভারতের কংগ্রেসের নেতা মণিশঙ্কর আইয়ার শেখ হাসিনাকে সারাজীবন থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। 

রবিবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন।  সম্প্রতি বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে। এই খবরের পর তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। 

পিটিআই তথ্য অনুযায়ী, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চান তাকে ততদিনই ভারতে থাকতে দেওয়া উচিত বলে জানিয়েছেন সাবেক ভারতীয় কূটনীতিক কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার।
 
এছাড়াও তিনি বলেন, 'শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কিছু করেছেন, আমি আশা করি এই বিষয়ে আমরা কখনোই দ্বিমত করব না।' 

শিলা ইসলাম

×