ছবি: সংগৃহিত।
শেখ মুজিবুর রহমানের নামে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে দান করলে কর ছাড়ের সুযোগ ছিল একসময়, তবে এখন সেই আইন বাতিল করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রতিষ্ঠানে দানের জন্য আয়কর রেয়াতের সুবিধা চালু করেন। তবে সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার নতুন সিদ্ধান্তে আসছে এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
২০২৩ সালের আয়কর আইনে ১৫টি নির্দিষ্ট খাতে দান করলে করদাতারা আয়কর ছাড় পেতেন, এর মধ্যে একটি ছিল "জাতির পিতার নামে প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠানগুলিতে দান করলে আয়কর রেয়াত পাওয়া যাবে"। এই সুবিধার মাধ্যমে শেখ মুজিবের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দান করলে করদাতারা ছাড় পেতেন।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "এটি আগে কার্যকর করা হয়েছিল যখন আওয়ামী শাসনামল ছিল, কিন্তু বর্তমানে সরকার মনে করছে এটি আর প্রয়োজনীয় নয়, তাই আইনটি বাতিল করা হয়েছে।"
এখন পর্যন্ত এই আইনের আওতায় কোনো করদাতা রেয়াত পেয়েছেন কিনা, তা সম্পর্কে এনবিআর সঠিক তথ্য দিতে পারেনি। তবে কিছু কর কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ ধরনের রেয়াত দেয়ার কোনো ঘটনা দেখেননি।
আইন বিশেষজ্ঞরা এ আইনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, "এটি ছিল একটি প্রশ্নবিদ্ধ ব্যবস্থা, যা মূলত সুবিধাভোগীদের পুনর্বাসন করার জন্য ছিল।"
এখন আইনটি বাতিল হওয়ার পর দেশের কর ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হতে পারে।
সায়মা ইসলাম