ছবি: সংগৃহীত
ভারতের গণমাধ্যম নিউজ ১৮ বাংলার এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কথা বলেন। সেখানে উঠে আসে মেজর ডালিমের কথা।
এক সময়ে উপস্থাপক বলেন, ডালিমকে হিরো বানানো হচ্ছে। মেজর ডালিম প্রকাশ্যে এসে ভাষণ দিচ্ছেন, বক্তব্য রাখছেন।
এমন মন্তব্যের পরে তিনি উত্তরে বলেন, 'দেখুন মেজর ডালিম একজন প্রকৃত খুনি তিনি কোন বক্তব্য রাখলে তো দেশের ইতিহাস বদলে যাবে না এর আগেও মেজর ডালিম নানান ভাবে প্রকাশ্যে এসেছেন এবং বক্তব্য দিয়েছেন কিন্তু এতে দেশের ইতিহাস বদলে যায়নি কখনো যাবে না।'
তিনি জানান, 'এর আগেও, বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইতিহাস বদলানোর বহু চেষ্টা করা হয়েছে কিন্তু তারা পারেনি। তবে কিছু লোক তো আছে যারা মেজর ডালিমকে পছন্দ করবেন। যারা দেশ চায়নি, বঙ্গবন্ধুকে চায়নি, স্বাধীনতা চাইনি। তারা তো পছন্দ করবেই।'
তিনি আরো বলেন, 'দেশে এখন যে পরিস্থিতি চলছে সেখানে সামাজিক সম্পর্ক রাখার সম্ভব হচ্ছে না। আওয়ামীলীগ দাওয়াত দিলে বিএনপি সেখানে যাচ্ছে না বা অন্য কোন দল দাওয়াত করলে সেখানে অন্য দলটি যাচ্ছেনা। এভাবে সামাজিক সম্পর্ক রক্ষা করা সম্ভব হচ্ছে না। এটি তো কোনোভাবেই রাজনীতি হতে পারে না।'
দল নিয়ে তিনি বলেন, 'আমার কথা হল, আমরা যে যার দল করব, একে অপরের সমালোচনা করব, নিজেদের মতো করে বাঁচবো। দিন শেষে আমরা সমাজবদ্ধভাবে বসবাস করবো।'
শেষ পর্যায়ে, ক্ষমতায় এসে অন্য দলের উপর নির্যাতন চলে প্রসঙ্গ তুলে বলেন, 'আরেক দলের সাথে সম্পর্ক রক্ষা করা যাবে না বিয়েতে যাওয়া যাবেনা বা দাওয়াতে যাওয়া যাবে না এটা রাজনীতি হতে পারে না। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং একই সাথে এক দল ক্ষমতায় এলে অপর দলকে পিটিয়ে ঠেঙিয়ে শায়েস্তা করতে হবে এই মানসিকতাও ত্যাগ করতে হবে।'
প্রসঙ্গত, হাসান মাহমুদ একজন রাজনীতিবিদ। এরপূর্বে তিনি নবম জাতীয় সংসদে চট্টগ্রাম-৬ আসন এবং দশম ও একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
শিলা ইসলাম