ছবি: সংগৃহিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা ১২ দলীয় জোট শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।
আগামী কর্মসূচিতে জনগণের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নির্বাচনী অনিশ্চয়তা নিয়ে জোটের অবস্থান তুলে ধরা হবে। শনিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। এর আগে বিএনপির সঙ্গে বৈঠকে বসেন সমমনা জোটের নেতারা।
মোস্তফা জামাল হায়দার বলেন, "বিদ্যমান রাজনৈতিক সংকট, সমস্যাগুলো এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমরা দুই ঘণ্টার দীর্ঘ বৈঠক করেছি। এর ভিত্তিতেই আগামী দুই-তিন দিনের মধ্যে জনগণের সামনে নতুন কর্মসূচি ঘোষণা করব।"
তিনি আরও বলেন, "৫ আগস্টের বিজয়ের চেতনা আজ হুমকির মুখে। আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্যে কোথাও যেন ফাটল ধরেছে। আমরা এই ফাটল মেরামত করে আবারও ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে চাই। দেশের সমস্যা ও সংকট নিয়ে জনগণকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেব।"
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি ও তাদের মিত্ররা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে চায়।
সায়মা ইসলাম