ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

স্বজনদের সাথে কেমন সময় কাটাচ্ছেন বেগম জিয়া!

প্রকাশিত: ১০:১৯, ১২ জানুয়ারি ২০২৫

স্বজনদের সাথে কেমন সময় কাটাচ্ছেন বেগম জিয়া!

ছবি: সংগৃহিত।

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্বজনদের সান্নিধ্যে তিনি বেশ প্রফুল্ল সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ এ তথ্য জানান।

তিনি বলেন, "খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ছেলে, পুত্রবধূ এবং নাতনিদের সঙ্গে সময় কাটিয়ে তিনি বেশ আনন্দিত রয়েছেন।"

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসা চলছে ক্লিনিকের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। ইতোমধ্যে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও কিছু পরীক্ষা করা হবে।

স্বজনদের উপস্থিতি খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন ডা. জাহিদ।

সায়মা ইসলাম

×