ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

আওয়ামী লীগ বাংলাদেশে ভারতীয় সরকার ছিল: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:১৬, ১২ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ বাংলাদেশে ভারতীয় সরকার ছিল: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল ছিলোনা; বাংলাদেশে ভারতীয় সরকার ছিল। বাংলাদেশের স্বঘোষিত সাবেক প্রধানমন্ত্রী শপথ নেয়ার আগেই ভারত চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ১০টি দেশবিরোধী চুক্তি করেছিলেন। প্রতিটি চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য। আজকে সেই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ থাকতো ভারতের অঙ্গরাষ্ট্র।

বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর আরও বলেন, জুলাই অভ্যুত্থান প্রমাণ করে কোন ফ্যাসিস্ট খুনীর খবরদারি জাতি মেনে নেয় না। তারা চায় একটি সুন্দর বাংলাদেশ। 

তিনি বলেন, এ জন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর এর অন্যতম উপাদান হলো জাতীয় সরকার। জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এ পদ্ধতিতে সকল জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে।

সংগঠনের বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মো. লোকমান হাকিমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন প্রফেসর মো. লোকমান হাকিম, সহ-সভাপতি মাওলানা নাছির আহমেদ কাওছার ও মাওলানা জাকারিয়া হামিদী এবং সেক্রেটারী মাওলানা আবুল খায়ের।

আশিক

×