ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে: নজরুল ইসলাম

প্রকাশিত: ২২:১৪, ১১ জানুয়ারি ২০২৫

গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে: নজরুল ইসলাম

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিতে বিভিন্ন মহলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। তিনি বলেছেন, এই লড়াই ছিল জনগণের জন্য এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত জয়। তাই, এটি এককভাবে কারো কাঁধে নেওয়ার কোনো অধিকার নেই।

শুক্রবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির আয়োজিত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলুর স্মরণসভায় বক্তব্য রাখার সময় তিনি আরও বলেন, “আজ যে পরিবর্তন এসেছে, সেটা সবার সংগ্রামের ফল। আর এখন যদি কেউ এককভাবে এই বিজয়ের দাবিদার হওয়ার চেষ্টা করেন, তবে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে।”

তিনি বলেন, “এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা খুন, গুম বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সবার এই জয়কে ভাগ করে নিতে হবে। এই বিজয় সবার, সবারই অংশগ্রহণ রয়েছে এখানে। ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ—সবাই এই আন্দোলনে অবদান রেখেছেন।”

বিএনপির এই নেতা বলেন, ‘অনেকে দাবি করছেন, তারাই জানেন কীসে জনগণের কল্যাণ। মুক্তিযুদ্ধের পরে অনেকেই এমন করার চেষ্টা করেছে। অনেকে যারা যুদ্ধেই যায় নাই, হোটেল-রেস্টুরেন্টে থাকতে দেখেছি, শুনেছি, তারা আমাদের শেখাচ্ছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা।’

নজরুল ইসলাম খান বলেন, ‘ফ্যাসিবাদের পতন ঘটেছে, এখন এই ধ্বংসস্তূপের মধ্যে একটা সৌহার্দ্য এর গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যেখানে সবাই নির্ভয়ে তাদের ভোট দেবেন এবং নির্বাচিত জনপ্রতিনিধি সরকার গঠন করবেন।’

আশিক

×