ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

বিএনপি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার দল: শেখ রবি

প্রকাশিত: ২১:৪৭, ১১ জানুয়ারি ২০২৫

বিএনপি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার দল: শেখ রবি

ছবি: সংগৃহীত

বিএনপি সুবিধাভোগীদের দল নয় জানিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেছেন, বিএনপি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার দল, তাদের অধিকার প্রতিষ্ঠা করার দল, সংকটে পাশে থাকার দল। ফলে বিএনপি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় এবং সামর্থ্যহীন মানুষের পাশে থাকে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর নিউমার্কেটে থানা ও ১৮নং ওয়ার্ড, আয়ুব আলী, মুদি মার্কেট এবং কাঁচাবাজার ইউনিট বিএনপির উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

রবিউল আলম আরও বলেন, শীতের তীব্রতা বাড়ছে। এ পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা সাধ্যমতো এসব অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কারণ, বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি। এই দলটি যে কোনো দুর্যোগে, সংকটে, প্রাকৃতিক বিপর্যয়ে অসহায়, সামর্থ্যহীন মানুষের পাশে থাকে। এরই অংশ হিসেবে এখানে (নিউমার্কেট) ছিন্নমূল-শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, দেশের মানুষ গত ১৫-১৬ বছর একটা ফ্যাসিবাদী সরকারের কাছে জিম্মি ছিল। তারা ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। বিএনপিসহ ছাত্র-জনতা এবং সব শ্রেণিপেশার মানুষ দেশে গণতন্ত্র ও ভোটাধিকারসহ অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে এবং বিজয়ী হয়েছে। তারা জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চলেছে।

শিহাব

×