ছবি: সংগৃহীত
আমাদের নিজেদের মধ্যে অনৈক্যের কারণে ফ্যাসিবাদীদের দরজা আবার খুলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
তিনি বলেন, এ কারণে সাধারণ জনগোষ্ঠীর জন্য আমাদের ভিশন এক না হলে ভবিষ্যৎ আমাদের জন্য আত্মঘাতী হবে। সাংবাদিকরা লোভের মধ্যে গিয়ে ধ্বংস হয়েছিল। এ ঘটনা যেন পুনরায় না ঘটে।
শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে বিশেষ আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০০৬-০৭ সালের জরুরি অবস্থা আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে পারেনি। এটা ছিল মাইনাস টু থিওরি। বিএনপিকে হত্যা করতে গিয়ে হাসিনা নিজেই আত্মহত্যা করেছেন। আজও আন্দোলনের অংশীদাররা যদি কাউকে মাইনাস করতে চায়, তাদেরও একই অবস্থা হবে।
ফারুক ওয়াসিফ বলেন, আমাদের ভিশনটা (লক্ষ্য) হবে জাতীয় ও জনগোষ্ঠীর স্বার্থকেন্দ্রিক। যদি ভিশনটা ব্যক্তি কেন্দ্রিক হয়, তাহলে এটি হয়ে যায় এমভিশন (উচ্চাকাঙ্ক্ষা)। যার ফলস্বরূপ এই অভ্যুত্থান পরবর্তী ছয় মাস আমরা মতবাদ প্রতিষ্ঠায় জোর দিচ্ছি, এই কারণে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সাংবাদিকদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। সাংবাদিক গ্রামের দফাদারের মতো, যে গ্রামের মানুষকে বিপদের সময় সতর্ক করবে। আমরা প্রত্যাশা রাখব, সাংবাদিকরা যাতে সেই দায়িত্ব যথাযথ পালন করেন।
পিআইবি মহাপরিচালক বলেন, শেখ হাসিনা বৃহত্তম জেলখানা, বৃহত্তম গোরস্তান তৈরি করেছিলেন। এতেই বোঝা উচিত ছিল, তাদের উদ্দেশ্য কী ছিল। ফ্যাসিবাদীদের সময়ে শিক্ষক, সাংস্কৃতিক সমাজ তাদের দোসর হিসেবে আবির্ভূত হয়ে বাংলাদেশের ইতিহাসের মৃত্যু ঘটিয়েছিল। আমাদের নিজেদের মধ্যে অনৈক্যের কারণে ফ্যাসিবাদীদের দরজা আবার খুলে যাচ্ছে, এ কারণে সাধারণ জনগোষ্ঠীর জন্য আমাদের ভিশন এক না হলে ভবিষ্যৎ আমাদের জন্য আত্মঘাতী হবে। সাংবাদিকরা লোভের মধ্যে গিয়ে ধ্বংস হয়েছিল। এ ঘটনা যেন পুনরায় না ঘটে।
শিহাব