ছবি: সংগৃহীত
শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে "আত্মঘাতী" আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলবে এবং মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষকে চরম দুরবস্থায় ফেলবে।
তিনি অভিযোগ করেন, পাঁচ টাকার পরিবর্তে ১৫ টাকা ভ্যাট আরোপের ফলে জনগণের আস্থা দিন দিন কমে যাচ্ছে। রিজভী বলেন, "এটি সরকারের ভুল নীতির একটি উদাহরণ, যা জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।"
পাঠ্যপুস্তকে সাম্প্রতিক সংশোধনী নিয়েও সরকারের সমালোচনা করেন রিজভী। তার বক্তব্য, "শিক্ষাপ্রণালীতে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব স্পষ্ট। শেখ হাসিনার সরকার ইতিহাস বিকৃত করে একদলীয় শাসনের প্রচারণা চালাচ্ছে।"
তিনি আরও বলেন, "পাঠ্যপুস্তকে শেখ মুজিবময়তা রয়েছে, অথচ জিয়াউর রহমানের অবদান পুরোপুরি উপেক্ষিত। এটি শিক্ষার গুণগত মান নষ্ট করছে।"
ভ্যাট বৃদ্ধির ফলে ব্যবসা-বাণিজ্য খাতেও বড় ধরনের সংকট দেখা দিচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, "ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই খাত এখনও লোকসানের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত আত্মঘাতীমূলক।"
রিজভী সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের স্বার্থ রক্ষায় নীতিগত ভুল থেকে সরে এসে গৃহীত পদক্ষেপ পুনর্বিবেচনা করার।
ভিডিও দেখুন: https://youtu.be/kodZbFde3HU?si=RkGgMSRb6ebwnHUi
এম.কে.