ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

ভারতীয় গণমাধ্যমের অধিকাংশ তথ্য মিথ্যা: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৭:৩০, ১১ জানুয়ারি ২০২৫

ভারতীয় গণমাধ্যমের অধিকাংশ তথ্য মিথ্যা: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আপনারা খেয়াল করেছেন যে গত চার মাসে প্রচণ্ডভাবে বাংলাদেশবিরোধী প্রচারণা চলছে পৃথিবীজুড়ে, এবং সেখানে পুরোভাবে আছে ভারতীয় মিডিয়া। ভারতের মিডিয়ার যে রোল, যে এক্সেপ্টেবিলিটি, যে রিচ আছে সেটা আমরা জানি।’

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের (ভারতীয় মিডিয়ার) যে বক্তব্য সেটা কিন্তু ভারতীয় ডায়াসপোরা গ্রহণ করছে এবং সেটাকে বিভিন্ন দেশে প্রচারণা চালাচ্ছে। আমার মনে হয় এখানে আপনাদের একটা ভুমিকা পালন করার আছে সেটা হলো যে, তাদের অধিকাংশ তথ্যই যে মিথ্যা সেটা আমরা জানি। অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।’ 

তিনি বলেন, ‘তাদের ভাষা দেখেলে মনে হবে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে, তাদের বাড়িঘর সব লুটপাট করা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা সৃষ্টি করার চেষ্টা করছে।’

 

শিহাব

×