ছবি : সংগৃহীত
বাংলাদেশবিরোধী প্রচারণা পৃথিবীর সব দেশে চলছে। এবং এর প্রচারণা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের প্রচারণা দেখলে মনে হবে, এখানে যুদ্ধ বিরাজ করছে, হিন্দুদের কচুকাটা করা হচ্ছে, তাদের বাড়িঘর লুটপাট করে ফেলা হচ্ছে। বাংলাদেশকে নিয়ে এ ধরনের ইমেজ (নেতিবাচক) তারা সৃষ্টি করার চেষ্টা করছে। এবং সেটা পুরো পৃথীবিতে ভারতীয় গণমাধ্যম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বাংলাদেশে দুইটা তিনটা রাজনৈতিক বড় বড় দল আছে। তারা হল পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক দলের এত শাখা ও কর্মী নাই। বাংলাদেশের কোনো সরকার প্রধান বিদেশে গেলেই সেই দেশের থাকা প্রাবসীরা রাজনৈতিক দলের ব্যানার, স্লোগান দিতে দাঁড়িয়ে থাকে। বিমানবন্দরে অরাজকতা তৈরি হয়। এমনকি দুই পক্ষের মধ্যে বিভিন্ন ইস্যুতে মারামারিতে লিপ্ত হয়। বিদেশে দলগুলোর মুখোমুখি অবস্থানের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে, বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে।
মনিষা মিম