ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

দেশের শিক্ষা ও সংস্কৃতি আজ শেখ মুজিবময় হয়ে পড়েছে: রিজভী

প্রকাশিত: ১৫:৪২, ১১ জানুয়ারি ২০২৫

দেশের শিক্ষা ও সংস্কৃতি আজ শেখ মুজিবময় হয়ে পড়েছে: রিজভী

ছবি: সংগৃহীত

দেশের শিক্ষা ও সংস্কৃতি আজ শেখ মুজিবময় হয়ে পড়েছে। অথচ জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে কোনো উল্লেখ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন, শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত। এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম প্রভাব ফেলবে এবং সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে।

নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পাঁচ টাকার জায়গায় ১৫ টাকা ভ্যাট আরোপের ফলে জনগণের আস্থা কমে যাচ্ছে। এটি সরকারের ভুল নীতির উদাহরণ বলে দাবি করেন তিনি।

পাঠ্যপুস্তকে সাম্প্রতিক সংশোধনী নিয়েও সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, "পাঠ্যপুস্তকে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব স্পষ্ট। শেখ হাসিনার সরকার ইতিহাস বিকৃত করে একদলীয় শাসনের প্রচার চালাচ্ছে।"

রিজভী বলেন, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের ফলে ব্যবসা-বাণিজ্য খাত বড় ধরনের ধাক্কা খেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও এই খাত এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত আত্মঘাতীমূলক বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিও দেখুন: https://youtu.be/2FVYJ8CLITA?si=OJB3jczZCd8WZMOs

এম.কে.

×