ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যর্থ সরকার: রিজভী

প্রকাশিত: ১৫:২৪, ১১ জানুয়ারি ২০২৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যর্থ সরকার: রিজভী

ছবি: সংগৃহিত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাজার সিন্ডিকেট দমনে অক্ষমতা এবং জনস্বার্থে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

শনিবার (১১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে মানুষ দিশেহারা। প্রতিদিনের প্রয়োজন মেটাতে জনগণকে কঠিন লড়াই করতে হচ্ছে। এর মধ্যে চলতি অর্থবছরের মাঝামাঝি সময়ে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং শুল্ক বৃদ্ধির ফলে জনজীবনে আরও সংকট সৃষ্টি হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, সরকারের ব্যর্থতার কারণে জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, ফলমূল, সাবান-ডিটারজেন্ট, এমনকি চপ্পলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর কর বৃদ্ধির ফলে মধ্যম ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।

“বাজার সিন্ডিকেটের অনিয়ন্ত্রিত দৌরাত্ম্য এবং সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনীতি আরও সংকটাপন্ন হয়ে পড়েছে,” মন্তব্য করেন রিজভী। কর বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে এবং এটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর হবে বলেও তিনি সতর্ক করেন।

রিজভী বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে এবং দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
 

সায়মা ইসলাম

×