ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

চোখের জলে তারেক রহমানকে নির্যাতনের যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী

প্রকাশিত: ১৪:০০, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:১৬, ১১ জানুয়ারি ২০২৫

চোখের জলে তারেক রহমানকে নির্যাতনের যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী

ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সহসম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন তারেক রহমানের উপর ঘটে যাওয়া নির্যাতনের হৃদয়বিদারক বর্ণনা দিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ১৯৯৫ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং প্রথম গ্রেপ্তার হন ১/১১ সরকারের সময়। ছাত্রদলের এক মিছিলে অংশগ্রহণের সময় পুলিশের সাথে সংঘর্ষে তার বিরুদ্ধে মামলা হয়। সেই সময় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় থেকে বিএনপির আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখতে থাকেন।

খোকন আরও বলেন, ১/১১ -এ গ্রেপ্তারের পর তারেক রহমানকে রিমান্ডে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল ও পিজি হাসপাতালে শারীরিক পরীক্ষা করার নামে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি তারেক রহমানকে খালি পায়ে প্রিজন-ভ্যান থেকে নেমে আসতে দেখেন। সেই সময় তার শরীরের অবস্থা দেখে তিনি নিজেকে সংবরণ করতে পারেননি এবং ভেতরে গিয়ে তার পায়ের কাছে বসে পড়েন। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল, যা তাকে ও উপস্থিত কর্মীদের আবেগাপ্লুত করে তোলে।

খোকনের ভাষ্যমতে, সেই সময়ের নির্যাতনের পরিণতিতে তারেক রহমানকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়েছিল। এয়ারপোর্টে যাওয়ার সময়ও তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি বসতেও পারেননি। ভিআইপি লাউঞ্জের একটি ছোট্ট সোফায় শুয়ে থাকেন। চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছিল, যা মানসিক ও শারীরিক যন্ত্রনার প্রতিচ্ছবি।

এ ঘটনা বিএনপির নেতাকর্মীদের মনে গভীর ক্ষোভ ও আন্দোলনের অঙ্গীকার সৃষ্টি করেছিল। আনিসুর রহমান তালুকদার বলেন, "১৭ বছর ধরে সেই যুদ্ধ আমরা চালিয়ে গিয়েছি। যেন দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায়, সেই লক্ষ্যেই ছিল আমাদের লড়াই।"

ভিডিও দেখুন: https://youtu.be/M4uinMCRK7Y?si=0q0xhAQQbPXGaOT1

এম.কে.

×