ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

বই মুদ্রণের সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠ দোসর জড়িত: রিজভী

প্রকাশিত: ১৩:১০, ১১ জানুয়ারি ২০২৫

বই মুদ্রণের সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠ দোসর জড়িত: রিজভী

ছবি : সংগৃহীত

জুলাইয়ে রক্ততো এর জন্য দেয়নি। ক্লাস নাইনে পড়া ছাত্র রক্ত দিয়েছে ফাইনাল পরীক্ষার পর তার হাতে নতুন ঝকঝকে বই আসবে। কিন্তু ৮১ শতাংশ ছাত্রছাত্রী এখনো বই পায়নি। যে বই পেয়েছে সেখানে প্রিন্টিং মিস্টেক। কারণ মুদ্রণ ব্যবসার সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠ দোসর জড়িত। তাকে রক্ষা করা হয়েছে।

শেখ হাসিনা চেয়েছে তার বাপ ও পরিবার ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে তাদের কোনো নাম থাকবে না। কিন্তু প্রকৃত ইতিহাসের জন্য শহীদরা জীবন দিয়েছে। সুতরাং আজও কেন শেখ হাসিনা ও তার দোসররা বিভিন্ন জায়গায় থাকবে। তারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করবে।

শিশুরা জীবন দিয়েছে, যারা তাদের প্রতি অন্যায়  করেছে তাদের কি বিচার হবে না। অনেকেই এখনো ঘাপটি মেরে আছে। আইন শৃঙ্খলার বাহিনী যারা গুলি করেছে মিডিয়ার সামনে। তারা কেন এখনো গ্রেপ্তার হয়নি। তারা কেন এখনো বিচারের আওতায় আসে নি।


একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

https://www.youtube.com/watch?v=TCTuwyRtXHg

মনিষা মিম

×