ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এখন কেমন?

প্রকাশিত: ১১:২২, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১১:২৯, ১১ জানুয়ারি ২০২৫

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এখন কেমন?

ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন স্বাস্থ্যের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার লন্ডনের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এই তথ্য জানিয়েছেন। 

খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনির সমস্যা ও হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। বিমানবন্দর থেকে তাকে সরাসরি ক্লিনিকে ভর্তি করা হয়। 

এ নিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেন, 'ডক্টর জুবাইদা গতরাতে একটা পর্যন্ত ছিলেন বুঝতেই পারছেন অবস্থা।' 

তিনি আরও বলেন, 'আর তাছাড়া গত কয়েক বছরে উনার (তারেক রহমান) মুখে সবচেয়ে বেশি খুশি আমরা এখন দেখতে পাচ্ছি। কালকে থেকে আজকে পর্যন্ত মনে হচ্ছে তার চেহারা বদলে গেছে। মাকে কাছে পেলে যা হয় আর কি।' 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান ও খালেদা জিয়ার ভাইরাল সেই ছবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'আমাদের লিডার সেদিন এয়ারপোর্টে দীর্ঘদিন পর মাকে দেখে জড়িয়ে ধরেছিল এইযে মা ছেলের ভালোবাসা এই আনন্দময় পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি।  মনে হচ্ছে ঈদ ঘরে ঘরে এসে পড়েছে।'  

 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=7PsZ8AFCa8g
 

শিলা ইসলাম

×