ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

বিএনপি যে ব্যবসা করতে যাচ্ছে সে ব্যবসা অলাভজনক : মাসুদ সাঈদী

প্রকাশিত: ০৯:৫৭, ১১ জানুয়ারি ২০২৫

বিএনপি যে ব্যবসা করতে যাচ্ছে সে ব্যবসা অলাভজনক : মাসুদ সাঈদী

ছবি: সংগৃহীত।

মাসুদ সাঈদী, দেলোয়ার হোসাইন সাঈদীর সেজ ছেলে এবং জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সম্প্রতি তার ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই পোস্টে তিনি ‘মুক্তিযুদ্ধের চেতনা’ ব্যবসা নিয়ে মন্তব্য করেন, যা বিএনপি করতে যাচ্ছে। তার মতে, এই চেতনা ব্যবসা একটি অলাভজনক ব্যবসা এবং এটি দেশের ও দলের ক্ষতির কারণ হতে পারে। তিনি বলেন, ‘এটা এখন আর কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই।’

তিনি আরও জানান, চেতনার এই ব্যবসা করে আওয়ামী লীগই তার পুঁজি ঠিক রাখতে পারে নাই, আর নব্য যারা এই ব্যবসা করার চেষ্টা করছেন তারা তো তাদের আম ছালা সবই শেষ করবেন।’

মাসুদ সাঈদী বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগ যা করে নিজে ও দেশটাকে ধ্বংস করেছে, সেইসব কাজ বিএনপির মতো জনপ্রিয় একটি দলের করাটা কতটা যুক্তিযুক্ত? কতটা গ্রহণযোগ্য? বরং দেশের মানুষ তো একথাই বলছে, ৭১’র চেতনা দিয়ে বিরোধী মতকে দমন করা, জামায়াত-শিবিরকে ধর্ম ব্যবসায়ী, রগ কাটা বলে ট্যাগ দেওয়া, ৭২ এর সংবিধানে আস্থা রাখা— এসবের জন্য তো আওয়ামী লীগই ছিল, নতুন করে বিএনপিকে আর কি দরকার।’

তিনি সতর্ক করে দেন, ‘লীগের পথে কোনো কল্যাণ নেই। বরং লীগের পথ যারাই ধরবে, তাদেরকেও দেশের মানুষ বর্জন করবে, এটাই প্রমাণিত। সুতরাং বিভাজনের রাজনীতি, সংঘাত-সংঘর্ষ সৃষ্টির রাজনীতি এড়িয়ে যাওয়াই কল্যাণকর।

তিনি আরো বলেন, ইতোমধ্যে উভয় দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে, এবং যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে তা দেশের জন্য ক্ষতিকর হবে। জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশের অধিকাংশ জনগণের জন্য এটি বিপজ্জনক।

মাসুদ সাঈদী ২০০১ থেকে ২০২৪ সালের মধ্যে বিএনপির নেতৃবৃন্দের জামায়াত ও শিবির সম্পর্কে একে অপরের বিপরীত মতামত থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, ‘২৩ বছর পর কেন বিএনপির কিছু নেতার কাছে জামায়াতকে ধর্ম ব্যবসায়ী আর রাজাকার মনে হলো কেন??’

তিনি বলেন, ‘তাহলে কি বিএনপি এতদিন ভুল পথে ছিলো? তাহলে সে ভুলের জন্য তো বিএনপিকে আগে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিৎ, এরপর তাদের নতুন বক্তব্য জাতির সামনে পেশ করা উচিৎ।’

শেষে, তিনি বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি-জামায়াতের মতো বৃহৎ দুটি দলের মাঝে কোনো অনৈক্য দেশবাসী আশা করে না। দেশের প্রয়োজনে এবং আমজনতার স্বপ্ন পূরণে বিএনপি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ- আপনারা প্লিজ ঐক্যবদ্ধ থাকুন। আপনারা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ-মুজিববাদকে চিরতরে নির্মূল করুন। ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ এক সোনার বাংলা গড়ে তুলুন- এটাই জাতির প্রত্যাশা।’

নুসরাত

×