'যারা রাষ্ট্রের মৌলিক সংস্কারে বাঁধা দিচ্ছে, ওরা ভারতের এজেন্ট' মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন,"ভারতপন্থী কিছু নেতা ও কয়েকটি রাজনৈতিক দল '২৪ এর জুলাই বিপ্লব' কে পরিকল্পিতভাবে বিতর্কিত করতেছে।"
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি এক ফেসবুক পোস্টে এসব ক্ষোভ প্রকাশ করেন।
জয়নাল আবেদীন শিশির বলেন, "ওরা ক্ষমতা পাওয়ার লোভে ভারতের সাথে গোপন আঁতাত করে; গণহত্যারকারী আওয়ামীলীগ কে নিষিদ্ধ করতে গেলে সবার প্রথমে বাঁধা দিয়েছে, সংবিধান সংশোধন বাঁধা দিয়েছি, রাষ্ট্রপ্রতি অপসারণে বাঁধা দিয়েছে এবং সর্বশেষ ২০০০ শহীদের রক্তে অর্জিত জুলাই ঘোষণা পত্রেও বাঁধা দিচ্ছে। অর্থাৎ রাষ্ট্রের মৌলিক সব সংস্কারেই বাগড়া দিয়েছে এসব নিকৃষ্ট এজেন্টরা।"
জাতি এসব মীর জাফর রাজনৈতিক নেতা ও ভারতীয় দোসর রাজনৈতিক দলগুলো কে ছেড়ে দিবে? - এমন প্রশ্ন রেখে শিশির বলেন, "কখখনো না। ইতিহাসের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে এসব দিল্লির এজেন্টদের। শহীদের রক্তের সাথে বেইমানি জাতি সহ্য করবে না ইনশাআল্লাহ। বিপ্লব অসম্পূর্ণ, লড়াই চলবে। শহীদের রক্তে ভেজা এ উর্বর ভূমি আরো উর্বর হবে। ইনকিলাব জিন্দাবাদ।"
রাজু