ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

এখনও বিএনপিকর্মীরা মামলা- হামলার শিকার: নজরুল ইসলাম

প্রকাশিত: ২১:২৪, ১০ জানুয়ারি ২০২৫

এখনও বিএনপিকর্মীরা মামলা- হামলার শিকার: নজরুল ইসলাম

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এখনও বিএনপিকর্মীরা মামলা- হামলার শিকার হয়ে আছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।  

তিনি বলেন, জামায়াতের সঙ্গে আমাদের দূরত্বের তেমন কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। 

তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোটে ছিলাম। ফর্মালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। বিএনপির কর্মসূচি ও জামায়াতের কর্মসূচি এক রকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিলেন। আগামীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও (জামায়াত) থাকবে। জামায়াতের সঙ্গে আমাদের দূরত্বের তেমন কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। তবে কেউ যদি কখনো বলে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই।

নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ নিয়ে আলোচনা করেছি, কীভাবে জনগণের দুর্ভোগ রোধ করা যায় তা নিয়ে বিভিন্ন সময়ে সরকারকে পরামর্শ দিয়েছি, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের, জোটের, দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে।

শিহাব

×