ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ভীষণ চাপে টিউলিপ সিদ্দিকী!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২১:২০, ১০ জানুয়ারি ২০২৫

ভীষণ চাপে টিউলিপ সিদ্দিকী!

ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি টিউলিপ সিদ্দিকের মন্ত্রিসভায় থাকা নিয়ে নতুন করে ভাবছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, তার স্থলাভিষিক্ত হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নাম উঠে আসছে। 

তার বিরুদ্ধে লন্ডনে একাধিক ফ্ল্যাট বিনামূল্যে গ্রহণ করার খবর প্রকাশিত হয়েছে। এসব ফ্ল্যাট তাকে দিয়েছেন তার খালার রাজনৈতিক দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যক্তিরা। লন্ডনে সম্পত্তি নিয়ে জালিয়াতির খবর প্রকাশ্যে আসার পর মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্যের আর্থিক দপ্তর।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, আরেক প্রভাবশালী গণমাধ্যম দাবি করেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে টিউলিপের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে ব্রিটিশ এমপি শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক রাজনৈতিক চাপে রয়েছেন। 

জাফরান

×