ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বাংলাদেশের এই প্রজন্ম স্বাধীনচেতা, ভারতের কর্তৃত্ব মানবে না: মাহি বি চৌধুরী

প্রকাশিত: ২০:৫৮, ১০ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:০২, ১০ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের এই প্রজন্ম স্বাধীনচেতা, ভারতের কর্তৃত্ব মানবে না: মাহি বি চৌধুরী

ছবি: সংগৃহীত

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, ‘ভারত আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে রাখবে কী রাখবেনা এটা তাদের ইন্টারনাল পলিসি। এটা নিয়ে আমার মাথাব্যথা নেই, এটা ভারতের ব্যক্তিগত বিষয়।’

সম্প্রতি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে অনলাইনে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেন তিনি।

মাহি বলেন, ‘ভারত আমাদের কী বার্তা দিতে চাচ্ছে তার থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের েএই প্রজন্ম ভারতকে কী বার্তা দিয়েছে। আমাদের আজকের যে প্রজন্ম, নেতৃত্বে যারাই থাকুক না কেন, রাজনীতিতে যারা আছে, ৭৫ ভাগ লোক যারা বাংলাদেশের স্বাধীনতার পরে যারা জন্মগ্রহন করেছে, এই প্রজন্ম একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছে যারা স্বাধীনচেতা প্রজন্ম যাদের মধ্যে দাসসূলভ মনোবৃত্তি নাই।’ 

তিনি বলেন,  ‘এইযে একটা জেনারেশনাল পরিবর্তন এসেছে বাংলাদেশে, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছে এটা একটা বার্তা। তারা যদি এটা বুঝতে পারে তাহলে তারা তাদের ইন্টারনাল পলিসি সেভাবেই সাজাবে এটা আমার প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটি সুন্দর সম্পর্ক অত্যন্ত জরুরী এবং এটা থাকতে হবে। হঠাৎ করেই এটা হয়নি, এটাই বাংলাদেশের প্রজন্ম।’

 

 

শিহাব

×