ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ দিল্লিকে ম্যানেজ করে ক্ষমতায় টিকে ছিল: রিপন

প্রকাশিত: ১৯:৫১, ১০ জানুয়ারি ২০২৫

জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ দিল্লিকে ম্যানেজ করে ক্ষমতায় টিকে ছিল: রিপন

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ দিল্লিকে ম্যানেজ করে ক্ষমতায় টিকে ছিল। আওয়ামী লীগ ক্ষমতার উৎস হিসেবে ধরে নিত দিল্লিকে।

শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ টুমরো ফোরামের (বিটিএফ) উদ্যোগে ‘জুলাই-আন্দোলন ২০২৪ : বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট এবং সম্পদ বিনষ্ট করেছে- তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনব। আসাদুজ্জামান রিপন বলেন, নতুন দল বানানোর জন্য যাদের আকাঙ্ক্ষা আছে, কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন- সেটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার, পতিত স্বৈরাচারের কোনো সহযোগীকে যদি কোনো রাজনৈতিক দল তাদের নিজ দলে প্রবেশ করায়, তাহলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ ছাড়া তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের নিয়ে যদি কোনো রাজনৈতিক দল করার অভিপ্রায় থাকে, তাদের হুঁশিয়ার করে দিতে চাই- জনগণ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে।

 

শিহাব

×