ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল

প্রকাশিত: ১৮:৫০, ১০ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫২, ১০ জানুয়ারি ২০২৫

খালেদা জিয়ার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে অত্যাচার ও নিপীড়ন করা হয়েছে মন্তব্য করে কান্নায় ভেঙে পড়েন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

কায়সার কামাল বলেন, ‘২ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ৪ ঘটিকা। বাংলাদেশের কোন আদালত ট্রায়াল কোর্টের একটা নির্দিষ্ট টাইম থাকে। সেদিন শুধু ৪ ঘটিকা ছিলনা, সেদিন বেগম খালেদা জিয়াকে সাড়ে ৬ টা বা পৌনে ৭টা পর‌্যন্ত থেকে আদালত থেকে বের হতে হয়েছে।’

তিনি বলেন, ‘এই প্রসঙ্গগুলো আসলে বাংলাদেশে আরেক ধরনের ইতিহাস। যে একজন মানুষকে, ফরগ্যাট অ্যাবাউট দ্য পলিটিশিয়ান একজন মানুষকে মানুষের মতো যদি মর‌্যাদা না দেয়া হয় রাষ্ট্র কেন স্বাধীন হলো?’

তিনি বলেন, ‘তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। সেই অসুস্থতার গ্রাউন্ড থেকে কোনো ধরনের অনুকম্পা তো দুরের কথা আদালতের কাছ থেকে সাংবিধানিক অধিকার আদালত  কার্টেইল করেছে। বেগম খালেদা জিয়া যখন কথা বলতে বলতে হাপিয়ে যেতেন আদালতের কাছে ৫ মিনিট সময় চাওয়া হতো উনার বসার জন্য তখন কোনো কথা বলতেন না।’

তিনি বলেন, ‘আমরা চাইনা এই আচরণগুলো বাংলাদেশে আর হোক। খালেদা জিয়ার উপর এইরকম নির‌্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে। এবং এই রাষ্ট্রীয় নিপীড়নটা শেখ হাসিনার নির্দেশে আদালতের মাধ্যমে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একজন আইনজীবী হিসেবে, একজন রাষ্ট্রের আইনজীবী হিসেবে যা অত্যন্ত দু;খজনক। প্রত্যেকটা অপরাধীরই আইনগত ডিফেন্স নেয়ার অধিকার রয়েছে। সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সংবিধানকে তোয়াক্কা করা হয়না।’

শিহাব

×