আগামী বাংলাদেশে সত্য ও মিথ্যার স্পষ্ট পার্থক্য করতে হবে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাধারণ মানুষ একটি সঠিক ঘোষণাপত্র চায়, যেখানে শেখ হাসিনার ফাঁসির দাবি প্রথমে থাকবে।
তিনি বলেন, "দেশে গোপালগঞ্জের সিন্ডিকেটের যে আধিপত্য শেখ হাসিনা তৈরি করেছেন, তা শেষ করতে চায় মানুষ। সবাই সমতার একটি ব্যবস্থা দেখতে চায়। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার নীতিতে বিশ্বাসী না হলে, সেই ভুল প্রভাবই ভবিষ্যতে আমাদের বিপদে ফেলবে।"
শুক্রবার (১০ জানুয়ারি) ভোলায় শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দফা দাবিতে এক জনসংযোগ ও পথসভায় এ কথা বলেন তিনি। শহরের বিভিন্ন সড়কে জনসংযোগ ও লিফলেট বিতরণের সময় তিনি এই বার্তা দেন।
সারজিস আলম আরও বলেন, “তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই তাদের রুখতে পারবে না। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমাদের স্বপ্নের বাংলাদেশ নিয়ে যে শব্দগুলো ভাবি, তা একটি সঠিক ঘোষণাপত্রে থাকা জরুরি।”
তিনি পথসভায় বলেন, “সাধারণ মানুষ আজ শেখ হাসিনার ক্ষমতা চিরতরে শেষ দেখতে চায়। তাদের চাওয়া হলো একটি সুশাসন এবং ন্যায়ের ভিত্তিতে সমতা প্রতিষ্ঠা।”
ভোলার বাংলা স্কুল মোড়, সদর রোড এবং নতুন বাজার এলাকায় তিনি জনসংযোগ করেন এবং দাবি আদায়ে লিফলেট বিতরণ করেন। এর আগে সকালে শহীদ জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নেন এবং তার কবর জিয়ারত করেন।
এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন।
বৈশাখী