ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘ইমরান খানের সাথে যখন জেমিমার ডিভোর্স হয় সেই সেটেলমেন্টের ৫ না ৬ হাজার কোটি রুপি উনি নেননি।’
পার্থ বলেন, ‘ইমরান খান ও টেন্ডুলকারের মধ্যে পার্থক্য হচ্ছে, টেন্ডুলকার তার ফে্ইমটা ইউজ করেছেন নুডুলসের অ্যাডভারটাইজমেন্টের জন্য। আর ইমরান খান মানুষের উন্নতির জন্য কাজ করেছেন।’
সম্প্রতি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে অনলাইনে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে ীংশগ্রহণ করে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আপনি টাকা দিয়ে মদের দোকানও দিতে পারেন, মাদরাসাও দিতে পারেন, স্কুলও করতে পারেন, ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন। ইমরান খান হচ্ছে সেই ব্যক্তি যার প্রত্যেক কথায় আল্লাহর কথা, নবীর কথা, রসুল (সা.) এর কথা, খলিফাদের কথা উঠে আসে।’
পার্থ বলেন, ‘উনার যে লাইফস্টাইল, উনার মধ্যে স্পিরিচুয়াল-ডিভাইন ব্যাপার আছে। এই মুহূর্তে যদি আপনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ধরেন সেটা হচ্ছেন ইমরান খান। সবাইকে মিলে যদি রাজনৈতিক নেতা যদি হিমালয় হয় তারচেয়েও ১০ ফিট উপরে ইমরান খান।’
তিনি আরও বলেন, ‘ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক আর না হোক কিছু মানুষ বলছে তিনি জিন্নাহর চেয়েও উপরে উঠে গেছেন। তিনি যে স্যাক্রিফাইসগুলো তিনি করেছেন, যে যুদ্ধগুলো তিনি করেছেন, হি ইজ নট ভ্যারি পলিটিক্যাল, ইমরান খানের পর দ্বিতীয় ব্যক্তির নাম কিন্তু আপনি জানেন না। ইনস্টিটিউশন কন্তিু সে বানাতে পারেনি। তেহরিক-ই-ইনসাফের চেয়ে বড় সে। অনেকেই ইমরান খানকে চিনে তেহরিক-ই-ইনসাফকে চিনেনা।’
শিহাব