ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

যাই ঘটুক, ভারত শেখ হাসিনাকে রেখে দিবে: আন্দালিব পার্থ

প্রকাশিত: ১৬:০৪, ১০ জানুয়ারি ২০২৫

যাই ঘটুক, ভারত শেখ হাসিনাকে রেখে দিবে: আন্দালিব পার্থ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘ভারত সাবেক প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) সাপোর্ট দিয়েছে। পাসপোর্ট থাকুক বা না থাকুক আমার যতটুক বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবে।’

সম্প্রতি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে অনলাইনে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে ীংশগ্রহণ করে এমন মন্তব্য করেন তিনি।

পার্থ বলেন,  ‘ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছেন বা যে সম্পর্ক মেইনটেইন করেছেন আমি শিওর যে ভারত যদি উনাকে ডিজওউন করে তাহলে পরবর্তীতে ভারতের হয়ে কেই কাজ করবে না।’

তিনি আরও বলেন, ‘ভারত একটা বড় দেশ, তাই আমার মনে হয় ভারত এটা রাখবে। পাসপোর্ট থাকলো না থাকলো সেটা কোনো ব্যাপার না। উনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওখানে আছেন। আমার যতটুক ধারণা, যতটুক আমি বুঝেছি ভারত উনাকে ওখানে রাখবেন।’

 

শিহাব

×