ছবি: সংগৃহীত
বেগম খালেদা জিয়ার বিদেশ গমন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল ইসলাম জানান, বিএনপির অনেকে তাকে বহুবার বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছিল। তবে তিনি দেশের মানুষের পাশে থাকার জন্য বিদেশে যাননি।
সফিকুল ইসলাম বলেন, জেলে থাকাকালীন সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছিল। এ সময় তাকে কী ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে, তা তদন্ত করা উচিত।
এছাড়া তিনি উল্লেখ করেন, তিনি অনেক বছর পরে বিদেশে অবশেষে যেতে পেরেছেন চিকিৎসার জন্য। দীর্ঘ সাড়ে সাত বছর পর তারেক রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার পুনর্মিলন এক আবেগঘন মুহূর্ত তৈরি করে। তিনি আরও বলেন, "আমরা চাই বেগম জিয়া সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসুন।"
এই ঘটনাগুলো খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের উদ্বেগ এবংআশা আরও বাড়িয়ে দিয়েছে।
জাফরান