নূরুল ইসলাম বুলবুল
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ভোট আসলেই যারা টুপি পাঞ্জাবি পরে রাজনীতি করেন, আগামী দিনে মানুষ তাদের মুখোশ উন্মোচন করবে।
বৃহস্পতিবার রাতে তার ফেসবুক আইডিতে এক পোস্টে এ ধরনের নেতাদের সমালোচনা করে তিনি লেখেন, ব্যক্তিগত জীবনে ইসলাম নেই, অথচ নির্বাচন আসলেই পাঞ্জাবি টুপি পরে ভোট চাইতে যায়, মাজার জিয়ারতে যায়, তারাই সত্যিকারের ধর্ম ব্যবসায়ী।
এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে ডেমরা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ ইতোমধ্যেই জামায়াতের দীর্ঘ ১৭ বছরের কোরবানির কারণে এ দলের প্রতি আস্থা রাখছে। ন্যায়বিচার, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ছাত্রদের ও জামায়াতের চাওয়া এক হয়ে গেছে। তাই বন্ধু রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে। এখনো সময় আছে সোজা পথে চলুন।
তিনি বলেন, জনগণ জানে দেশে কারা দুর্নীতি, চাঁদাবাজিতে নিমজ্জিত। আমরা তাদের বলি, আপনাদের মুখে জামায়াতের সমালোচনা মানায় না। দেশে ন্যায়বিচার, বৈষম্যহীন বাংলাদেশ এই নতুন প্রজন্মের চাওয়া। এর বিরুদ্ধে যারা যাবে তাদের খাওয়া নেই ভবিষ্যতের বাংলাদেশে।
স্বাধীনতার পরই দেশের সার্বভৌমত্ব প্রতিবেশী দেশের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল মন্তব্য করে নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ থেকে চেতনার নামে ইসলামকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করেছিল ষড়যন্ত্রকারী একটি গোষ্ঠী। যারা দেশে ব্যাংক লুট, সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন করে জনগণের জীবনকে দুর্বিষহ করে দিয়েছিল।
তিনি আরও বলেন, চেতনার নামে আওয়ামী লীগ যা করেছে তা ’৭১-এর স্বাধীনতা যুদ্ধের প্রকৃত চেতনা নয়। এজন্যই ২০২৪-এ ছাত্র জনতা তাদের ঝেটিয়ে বিদায় করেছে। বর্তমানে একটি দল আবার দেশে চেতনার ব্যবসা করতে যাচ্ছে। তাদের খেয়াল রাখতে বলব, চাঁদাবাজ, দখলবাজের তালিকা করা আছে। সাবধান হোন, সেই তালিকায় নতুন করে আপনাদের নাম যেন যুক্ত না হয়। অযাচিত বক্তব্য বন্ধ করেন, না হলে তালিকা ছেড়ে দিলে বুঝবেন জনগণের ক্ষোভ।
আশিক