ছবিঃ সংগৃহীত
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তার দলের এক তার দলের এক কর্মী যে কিনা বর্তমানে জেলে আছেন যার নাম রায়কুল পাঠান তার ছোট ভাই কে তিনি ফোন করেন । রায়কুলের ছোট ভাই রাকাবের সঙ্গে ফোনে কথা বলে তিনি তাদের পরিবারের খোঁজখবর নেন এবং মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন।
তারেক রহমান বলেন, "টেনশন করার কিছু নাই, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।"
পরিবারের তিন সদস্যকে মামলায় আসামি করা হয়েছে বলে রাকাব দাবি করেন। এসব বিষয়ে তারেক রহমান তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পরিস্থিতি মোকাবিলায় সাহস যোগান।
পরবর্তীতে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রায়কুল বলেন, "তারেক রহমানের মতো দলের শীর্ষ নেতা আমাদের পরিবারের খোঁজ নেবেন, এটা আমরা স্বপ্নেও ভাবিনি।"
সূত্রঃ জাগো নিউজ https://www.youtube.com/watch?v=KjJYzaOf9-o&ab_channel=JagoNews
জাফরান