ছবিঃ সংগৃহীত
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত ১৯ কোটি ২৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
দুদক জানিয়েছে, এসব লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ হিসেবে চিহ্নিত করে তদন্ত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
জাফরান