ছবি সংগৃহীত
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সরানোর জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছে তৌহিদী জনতা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ যোহর বিক্ষোভ মিছিল সমাবেশে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়। দাবি পূরণ না হলে জনতা নিজেদের দায়িত্বে ম্যুরাল অপসারণ করবে বলে ঘোষণা দেয় সমাবেশের নেতারা।
তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বন্দরবাজার কালেক্টর জামে মসজিদের সামনে থেকে শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শাহজালাল-শাহপরাণের পূণ্যভূমি সিলেটের পবিত্র মাটিতে ধর্মীয় উপাসনালয় ব্যতিত কোন ব্যক্তির মূর্তি বা ম্যুরাল থাকতে পারে না। ইসলামের দৃষ্টিতে কোন ব্যক্তির ম্যুরাল বা মূর্তি স্থাপন করা নাজায়েজ ও হারাম। এ ধরনের হারাম ও অনৈসলামিক কাজ সিলেটের মাটিতে হতে দেয়া যায় না। এই ম্যুরাল অপসারণের দাবি এখন সিলেটের ধর্মপ্রাণ জনতার ।
সমাবেশে বক্তব্য দেন জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ইমাম সমিতি সিলেট নগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, ছাত্রনেতা আখতার আহমদসহ আরও অনেকে।
আশিক