ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী মাজার মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মাতু ডাক্তারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং বাঞ্ছারামপুরের গর্বিত সন্তান জননেতা জোনায়েদ সাকি।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, “এই দেশ স্বাধীন হয়েছে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতার মিলিত সংগ্রামে। দেশের প্রবাসী শ্রমিকরা কঠিন অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তাদের প্রতি সুবিচার করতে হবে। এ দেশের প্রতিটি নাগরিকের সম্মানজনক অধিকার নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা সংগঠক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শামীম শিবলী।
সমাবেশে গণসংহতি আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় কৃষক, শ্রমিক, ছাত্র এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
সোহাইল/জাফরান