ছবিঃ সংগৃহীত
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনে এ আদেশ দেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, মুজিবুল হক টেন্ডার ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো জরুরি বলে উল্লেখ করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। পরে বিচারক মুজিবুল হকের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জাফরান