ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

জামায়াত নারীদের বোরকার ভেতরে ঢুকাবে এটি মিথ্যা : আব্দুল জব্বার

প্রকাশিত: ২০:০৪, ৯ জানুয়ারি ২০২৫

জামায়াত নারীদের বোরকার ভেতরে ঢুকাবে এটি মিথ্যা : আব্দুল জব্বার

ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল জাব্বার অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের বোরকার ভেতরে ঢুকাবে এমন মিথ্যা প্রচার করা হয়েছে। পাশাপাশি, হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টি করা হয়েছে যে, জামায়াত ক্ষমতায় আসলে তাদেরকে দেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দেবে।

তিনি বলেন, ‘এসব প্রচার করে শেখ হাসিনার সরকার জামায়াতে ইসলামীবিরোধী প্রচারণা চালিয়েছে। আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করি না।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের ১৮ নম্বর ওয়ার্ডের বাপ্পী চত্বরে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘বিগত সময়ে প্রায় ৫৩ বছর যাবৎ যারা সংসদ সদস্য, কমিশনার, কাউন্সিলর ও মেম্বার হয়েছেন, তাদের লোভের কারণে সরকারের বরাদ্দ মালামাল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি।’

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানার আমির খলিলুর রহমান টিটুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলী আহমেদ, পরিকল্পনা, আইন, আইসিটি মিডিয়া সম্পাদক মনির হোসাইন মোল্লা, যুব ও সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাসুদ উল ইসলাম এবং গোগনগর উত্তর শাখার সভাপতি শিপলু হাসান প্রমুখ।

নুসরাত

×