ছবিঃ সংগৃহীত
রাঙামাটির বেতবুনিয়ায় পিএসটিএসের পুলিশ সুপার ও পুলিশের সদরদপ্তরের সাবেক এআইজি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ডিএমপির যাত্রাবাড়ী থানায় করা মামলা (মামলা নং-১৫) অনুযায়ী গত ১৩ নভেম্বর রাঙামাটির বেতবুনিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী তাকে একই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত অবস্থায় তিনি খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকবেন।বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
মামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বরখাস্তকালীন তার দায়িত্ব ও ভাতাসংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ‘ক্রসফায়ারের কারিগর র্যাবের কসাই খ্যাত মহিউদ্দিন ফারুকীর ফাঁসি চাই’ শীর্ষক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
জাফরান