ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বিগত ১৬-১৭ বছর এদেশের  মানুষ গণতন্ত্র দেখেনি - গিয়াসউদ্দিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥

প্রকাশিত: ১৯:০৯, ৯ জানুয়ারি ২০২৫

বিগত ১৬-১৭ বছর এদেশের  মানুষ গণতন্ত্র দেখেনি - গিয়াসউদ্দিন

ছবিঃ জনকণ্ঠ

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিগত ১৬-১৭ বছর এদেশের মানুষ গণতন্ত্র দেখেনি।

যেই মানুষের বয়স ৩০-৩৫ বছর আজকে সে যুবক থেকে বৃদ্ধের দিকে যাচ্ছে সেই মানুষটি গণতন্ত্র কি সে আদৌ দেখেনি। গণতন্ত্রে যে ভোট প্রয়োগের ক্ষমতা সেই ভোট প্রয়োগ করতে সে পারেনি। এতো ত্যাগ, এতো আন্দোলন সংগ্রাম আমরা করেছি, এতো মানুষ রক্ত দিয়েছে, এতো ত্যাগ স্বীকার করেছি ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে, কত মামলা, কত হামলা, দেশ ছাড়া হয়েছি আমরা। তারপরও তারেক রহমানের নির্দেশনায় এ দেশের মানুষের গণতন্ত্র অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা কখনই এ দেশকে পালিয়ে যায়নি। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ভুঁইয়াপাড়া (বটতলা) এলাকায় মরহুম গোলাপ প্রধান স্মৃতি স্মরণে শাতীর্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 


অনুষ্ঠানে মরহুম গোলাপ প্রধান স্মৃতি সংসদের সভাপতি আকাশ প্রধানের সভাপতিত্বে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডি.এইচ. বাবুল এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় অন্যান্যদের উপস্থিত ছিলেন-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এস, এম, আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি মো. রওশন আলী প্রমূখ।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, এবারও বলতে চাই, যতদিন পর্যন্ত এদেশের মানুষের গণতন্ত্র অধিকার ফিরিয়ে আনতে না পারব, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা জনগণের পাশে থাকব ইনশাল্লাহ, জনগণকে সঙ্গে নিয়ে যে কোন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা আমরা গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠিত করব এদেশে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন অব্যাহত আছে, আগামী দিনও করে যাবো যতদিন পর্যন্ত ভোটের অধিকার আমরা আদায় করতে না পারি।

জাফরান

×