মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালনকালে / ছবি : সংগৃহীত
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৪ নং দুধল ইউনিয়নে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) দুধল ইউনিয়নের সতরাজ বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ পথ বঞ্চিত নেতৃবৃন্দরা।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য মিলন হাওলাদার, আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম, রুবেল হাওলাদার প্রমুখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, সরকার পতনের এক দফার আন্দোলনে বিশেষ করে ২৮ অক্টোবরের ক্র্যাকডাউনের পর দুধল ইউনিয়নের বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মো: খালেকুজ্জামান বাহাদুরসহ এই কমিটির অনেক নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিল না।
দুধল ইউনিয়নের বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মো: খালেকুজ্জামান বাহাদুরসহ অনেকেই বিগত আওয়ামী লীগের আমলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান উজ্জলের সাথে সাক্ষাৎ, সম্পর্ক রেখে আওয়ামী লীগের অধীনে জেলা পরিষদ নির্বাচন, ইউপি নির্বাচনসহ জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছে প্রকাশ্যে। নৌকার নির্বাচনী প্রচার প্রচারণায় আহ্বায়ক মো : খালেকুজ্জামান বাহাদুরসহ যুবদলের এই বিতর্কিত আহ্বায়ক কমিটির অনেকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও রয়ে গেছে। এসব অযোগ্য, নিষ্ক্রিয়, পলায়নোন্মুখদের বিগত সময়ে বিএনপির রাজনীতিতে তেমন দেখা যায়নি। গুটিকয়েক বাদে এই কমিটির অধিকাংশ যুবদল নেতাদের রাজপথের কর্মসূচিতে দেখা যায়নি।
বিএনপি'র ঘোষিত হরতাল অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকেই নিজ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছে। নিজেদেরকে ভালো রাখতে আওয়ামী লীগের নেতাদের সাথে সম্পর্ক ভালো রেখে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এখন টাকার বিনিময়ে তারা পকেট কমিটি করে বড় পথ গুলো দখল করেছে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পদ বঞ্চিত নেতাকর্মীসহ এই বিতর্কিত আহ্বায় কমিটির অনেকেই উপস্থিত থেকে দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানায় তারা।
জিয়াউল হক/মো. মহিউদ্দিন