ইঞ্জিঃ মোজাম্মেল হক রাজিব দপ্তর সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়,সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় "জিয়া সাইবার ফোর্স" নামে ভুয়া খবর প্রকাশ করা হচ্ছে। এসব খবরের মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর উচ্চতর কমিটির সঙ্গে "জিয়া সাইবার ফোর্স - জেডসিএফ" এর সংশ্লিষ্টতার দাবি করা হয়েছে। এ বিষয়ে জিয়া সাইবার ফোর্স কর্তৃপক্ষ থেকে নিশ্চিতভাবে জানানো হয়েছে যে, এ ধরনের কোনো দাবি পুরোপুরি মিথ্যা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, "আলফাজ দেওয়ান" এবং "রবিন অধিকারী" নামে কেউ জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র অনুমোদিত সদস্য নয়। তাদের নাম ব্যবহার করে পাবিপ্রবির যেকোনো কমিটির অনুমোদনের তথ্য সরাসরি বিভ্রান্তিকর।
জেলা কমিটি গঠনের ক্ষেত্রে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ এর কেন্দ্রীয় চেয়ারম্যান নাসিফ ওয়াসিফ এবং মহাসচিব শফিকুল ইসলাম-এর অনুমোদন আবশ্যক। যেকোনো ভুয়া প্রচারণার ক্ষেত্রে মিডিয়াকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে আরও তথ্য জানতে বা বিভ্রান্তিকর কর্মকাণ্ড প্রতিরোধে যোগাযোগ করুন: *ইমেইল:* [[email protected]](mailto:[email protected])
*ওয়েবসাইট:* [www.ziacyberforce.org](http://www.ziacyberforce.org)
ফুয়াদ