ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

শেখ হাসিনা ইস্যুতে কী করবে নয়াদিল্লি, আনন্দবাজারের প্রতিবেদন

প্রকাশিত: ১৫:৩৪, ৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:০১, ৯ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনা ইস্যুতে কী করবে নয়াদিল্লি, আনন্দবাজারের প্রতিবেদন

ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত বাংলাদেশের গণমাধ্যমগুলো বিভিন্ন কথা বলছে। এইদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ সরকার। সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং এরপরই ভারত সরকার তার ভারতে অবস্থান করার মেয়াদ বৃদ্ধি করেছে। 

তবে সম্প্রতি সময়ে শেখ হাসিনা কি করতে পারবেন তা নিয়ে ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার একটি প্রতিবেদন প্রকাশ করে। 

সেখানে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয়বারের মতো গ্রেফতারি পরোয়ানা জারি ১২ই ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে হাসিনাকে হাজিরার নির্দেশ। এবার সরাসরি পাসপোর্ট বাতিল। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে কূটনৈতিক নোট ভারবাল পাঠায় বাংলাদেশ। সেই নোট কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন ওঠে। 

এরপরই হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল হয়। প্রত্যেকের বিরুদ্ধেই জুলাই গণহত্যার অভিযোগ। 

এ নিয়ে প্রাক্তন আমলা জহুর সরকার বলেন, লুট ফার্মাল আমাদের কূটনৈতিক ভাষায় একটি চিঠির নাম এটা কূটনীতির কারণে ব্যবহার করা হয় এখানে আতঙ্কের কিছু নেই। 

পাসপোর্ট বাতিল তাহলে কি ভারত ছাড়া আর অন্য কোন দেশে যাওয়ার উপায় রইল না হাসিনার। সেই কারণেই হয়তো ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। এর মানে শেখ হাসিনাকে এখন ভারত ছাড়তে হচ্ছে না। 

এরমধ্যে ১২ ই ফেব্রুয়ারি শেখ হাসিনাকে বাংলাদেশে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তিনি যদি হাজিরা না দেন তাহলে কমিশন ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদের মত ঘটনাও ঘটতে পারে। তবে সেটা অবশ্যই কূটনৈতিক অনুমতি নিয়ে। 

দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে। বাংলাদেশের সরকার প্রধান যখন ছিলেন সেই হিসেবে শেখ হাসিনারও একটি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল। ৫ ই আগস্ট দেশ ছাড়ার পর শেখ হাসিনার সে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়। এতদিন হাসিনার কাছে সাধারণ পাসপোর্ট ছিল। কিন্তু সম্প্রতি সেই সাধারণ পাসপোর্টও বাতিল করে দেয় বাংলাদেশ অন্তর্বর্তী সরকার।

তাহলে পাসপোর্ট ছাড়া শেখ হাসিনা এখন কি করবে? সে চাইলে ভারতে থাকতে পারবেন এবং অন্য কোন দেশ যদি তাকে রাজনৈতিক সহায়তা দিতে চায় তাহলে সেই দেশে থাকতে পারবেন। এছাড়া অন্য কোন দেশে যেতে পারবেন না। 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=JLuWwBVUkr8

শিলা ইসলাম

×