বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতিবিদদের উপরেই তো নির্ভর করতে হবে, এর তো কোনো বিকল্প নাই।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা শুধুই যদি রাজনীতিবিদদের খারাপ বলতে বলতে খারাপ হিসেবেই প্রতিয়মান করি সেটা রাষ্ট্রের জন্যও ভাল না। বরং, খারাপ টাকে খারাপ বলা, ভালটাকে উৎসাহিত করা ও খারাপটা যাতে ভবিষ্যতে করতে না পারে সে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা এটা হচ্ছে দায়িত্ব।
ডা. সাখাওয়াত হোসেন বলেন,শুধু ভোটের অধিকার ফিরেয়ে দিতে পারলে কোন ফ্যাসিবাদ টিকতে পারবে না। কারন তখন মানুষ তখন ফ্যাসিবাদদের টেনে গদি থেকে নামাতে পারবে।
তিনি আরও বলেন, বিএনপি চায় সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন। বিএনপির দেওয়া ৩১ দফারমধ্যে সংস্কারের সব কিছু আছে। রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি গ্রহনযোগ্য বিএমপি।
মহি