পিনাকী ভট্টাচার্য / ছবি : সংগৃহীত
পিনাকীকে নিয়ে অনেকের কৌতূহল আছে। ভিন্ন জগতের মানুষ হয়েও ভিন্ন জগত বলতে আমাদের দেশে দেখা যায় কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যারা পড়াশোনা করেন তারা ইসলামী অঙ্গন নিয়ে বেশি কথা বলেন না বা লিখেন না।
পিনাকী অন্য অঙ্গনের হয়েও ইসলাম নিয়ে লেখালেখি করেন, কথাবার্তা বলেন, বই লিখেন এবং এ বিষয়ে তিনি আগ্রহী কেন জানতে চাইলে তিনি বলেন, ঐ অঙ্গন বলতে ঠিক কি বুঝাতে চাইছেন জানিনা কিন্তু আমার দুটো গুরুত্বর্পূণ ব্যাকগ্রাউন্ড রয়েছে। একটা হচ্ছে আমি সিপিবি করে এসেছি তাই মানুষের মধ্যে একটা ধারণা আছে যারা বাম রাজনীতি করে, যারা কমিউনিস্ট পার্টি করে তারা ধর্ম থেকে দূরে থাকে, ধর্মকে পছন্দ করেনা।
আর নাম্বার টু হচ্ছে আমি হিন্দু পরিবারে জন্মেছি। শুধু হিন্দু পরিবার নয় ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, আমার নাম পিনাকী ভট্টাচার্য। এই যে নাম নিয়ে তারা যে ধরনের সেক্যুলার প্র্যাকটিসে থাকে, আমার লেখালেখি, চিন্তা, কাজ, এক্টিভিজম এটা সে লাইনে না। আমার মনে হয় আপনি এটাই বোঝাতে চেয়েছেন।
এটা সত্য কিন্তু এটা ঠিক না যে আমি আসলে ইসলাম নিয়ে লেখালেখি করি। আমার আসলে ইসলাম নিয়ে লেখালেখি করার যোগ্যতা নাই। আমি আমার বই ‘মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম’ এটা কিন্তু ইসলামিক বই না, এটা ইসলামের বই ও না। এটা মুক্তিযুদ্ধের বই, এটা ইতিহাসের বই।
৯/১১ এর পরে পৃথিবীব্যাপী যে ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে পশ্চিম একটা যুদ্ধ শুরু করেছে। অনেকেই বলছে এটা সভ্যতার সংঘাত। জর্জ বুশ জুনিয়র তো বলেইছিল এটা একটা ক্রুসেড, আরেকটা ক্রুসেড। তারা যখন সেই ওয়ার এন্ড টেরর বলে যেটাকে চালালো এখনো চালাচ্ছে সেটার ভেতরে আমরা দেখতে পাই, এটা পশ্চিমা বিশ্বের একটা যুদ্ধ মূলত মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ।
এই যুদ্ধের পরে সারা পৃথিবীর সব ধরনের হিসাব-নিকাশ উল্টেপাল্টে গেছে। এবং আমরা দেখছি যে সারা পৃথিবী ব্যাপী যত জায়গায় যুদ্ধ হচ্ছে, যত জায়গায় ধ্বংস, যত কান্না, যত কষ্ট, যত শরণার্থী, সবাই মুসলমান। এটা আশ্চর্যজনক বটে।
তাহলে এই যে ফেনোমেনম এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন, আমি যখন বাম রাজনীতি করেছি, আমি মানুষের মুক্তির জন্য কাজ করেছি। আমি চেয়েছি যে মানুষের অর্থনৈতিক মুক্তি আসুক, মানুষের রাজনৈতিক মুক্তি আসুক। তাহলে আল্টিমেটলি মানুষের জন্য রাজনীতি। আজকে যখন সারা পৃথিবী জুড়ে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে, মুসলমান ধর্মের যারা লোক তাদের বিরুদ্ধে যখন একটা অরগানাইজর্ড যুদ্ধ হচ্ছে, একজন অগ্রসর চিন্তার মানুষ হিসেবে, মানুষের জন্য রাজনীতি করার মানুষ হিসেবে আপনার চিন্তা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি তো আসলে তাদের পাশে গিযে দাঁড়াবেন।
মজলুমের পাশে দাঁড়াবেন, এটাই মানুষের কাজ। আমি মনে করি এটা বামদের কাজ, আমি আসলে সে কাজটি করছি।
সূত্র : https://www.youtube.com/watch?v=7E_sqeG0Wqo&ab_channel=insaf24
মো. মহিউদ্দিন