ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

চরমোনাই পীর আলহাজ্ব হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

দেশ নিয়ে ছিনিমিনি সহ্য করবো না, দাঁত ভাঙ্গা জবাব দেব

প্রকাশিত: ০৫:৫৫, ৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৭:৪০, ৯ জানুয়ারি ২০২৫

দেশ নিয়ে ছিনিমিনি সহ্য করবো না, দাঁত ভাঙ্গা জবাব দেব

চরমোনাই পীর আলহাজ্ব হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম / ছবি : সংগৃহীত

‘এদেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে, এটাকে হাত আমরা সহ্য করবো না, দাত ভাঙ্গা জবাব দেবো’ এই বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর আলহাজ্ব হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।


তিনি বলেন,  এই দেশ নিয়ে যারা নাকি বিভিন্ন পর্যায়ে বারবার আমাদেরকে তামাম বিশ্বের মধ্যে পাঁচ বার চোরের দিক থেকে ফাস্ট বানিয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর এই দুর্নীতিবাজদেরকে আবার ক্ষমতার মসনদে বসিয়ে আমরা তামাশা দেখবো, এরা বাংলাদেশের জনগণ সহ্য করবে না। ফ্যাসিস্টদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। 

এখন এই ৫৩ বছর বাংলাদেশের স্বাধীনতার পরে ইতিহাসে আপনারা জানেন, যারা রাষ্ট্র পরিচালনা করেছিল, এরা আমি বলব অনেক-আংশে তারা কিন্তু দেশের দরদী হিসেবে কাজ করেছে, এটা তারা প্রমাণ করতে পারে নাই। বরঞ্চ ৫ই আগস্ট যে ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি পালিয়ে গেল, আমি তো সেদিনকার সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলাম, দেশের আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল। কারণ তাদের সমস্ত কার্যক্রম গুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য। আমরা লক্ষ্য করেছি, আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই। পরে বর্তমানে যে চলছে আমি সেদিনকারও বলেছিলাম, আজকেও বলছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে ৫ই আগস্ট বাংলাদেশে হলো সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো, হাজার হাজার আমার ভাইয়েরা আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল, চক্ষু হারালো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অগোছালো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন  করতেছে।

তিনি আরো বলেন, সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে আমাদের দায়িত্ব কর্তব্য হলো সহযোগিতা, পরামর্শ করা। কিন্তু তাদেরকে অস্থিতিশীল করে তারপর তাদের থেকে দাবি আদায় করে নেয়ার জন্যে এক পর্যায়ে আমি বলবো যে গত ফ্যাসিস্ট সরকার ২০২৪ এর নির্বাচনে যে প্রকারেই হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছিল। তারা তো পাঁচ বছর মেয়াদী ছিল। এখন পর্যন্ত তিন মাস চার মাস যেতে পারে নাই এর ভিতরে আমাদের যে তাড়াহুড়া এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে।

এবং এর মাধ্যমে কি হলো বারবার ফ্যাসিস্টের দোসররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপড়ি মেরে বসে আছে। সুযোগ পাবে তো সব ছোবল মারবে।সেই ছোবলে আমাদের দেশকে অশান্তি করার জন্যে বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তান্ডব চালিয়েছে।

আল্লাহর রহমতে তারা কিন্তু তাদের তান্ডব বাস্তবায়ন করতে পারে নাই। এইজন্য আমি বলব যারা দেশপ্রেমিক রয়েছেন, সাংবাদিক হোক, প্রশাসনের হোক, রাজনৈতিক হোক, বাংলাদেশের ছাত্র জনগণ হোক, সকলকে আমি আহ্বান জানাবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে, এটাকে আমরা সহ্য করবো না, দাঁত ভাঙ্গা জবাব দেবো। এই দেশ নিয়ে যারা নাকি বিভিন্ন পর্যায়ে বারবার আমাদেরকে তামাম বিশ্বের মধ্যে পাঁচবার চোরের দিক থেকে ফাস্ট বানিয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর এই দুর্নীতিবাজদেরকে আবার ক্ষমতার মসনদে বসিয়ে আমরা তামাশা দেখবো, এটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না।

ফ্যাসিস্টদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলে তিনি বলেন, সেই লক্ষ্যে আমি সর্বাঙ্গে সকলকে, আমি আহ্বান জানাই, আসেন আমরা সবাই একত্রিত হই এবং সুন্দর দেশ গড়ার জন্যে একমাত্র তার রক্ষা কবজ হলো, তার নীতি আদর্শের নাম হলো ইসলাম।

আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্যে নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন, না হয় এই বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না। 

মো. মহিউদ্দিন

×