ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

খেলা হবে বলে কোথায় আছেন শামীম ওসমান

প্রকাশিত: ০৩:৩৪, ৯ জানুয়ারি ২০২৫

খেলা হবে বলে কোথায় আছেন শামীম ওসমান

"খেলা হবে" - এই এক বাক্য দিয়ে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছিলেন শামীম ওসমান। তার এই জনপ্রিয় ডায়লগ ভারতেও আলোড়ন সৃষ্টি করেছিল। নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিমণ্ডলে দীর্ঘ ১৫ বছর ধরে শামীম ওসমান আওয়ামী লীগের ছত্রছায়ায় ডাটাবাটে, সন্ত্রাস আর পেশিশক্তির জোরে তার আধিপত্য বজায় রেখেছিলেন। তার বিশাল সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে পুরো নগরীকে তিনি হাতের মুঠোয় রেখেছিলেন। প্রকাশ্যে অস্ত্রসহ ২০-২৫টি গাড়ির মহড়া দেয়া ছিল তার নিত্যদিনের কাজ।

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সমর্থনে তিনি নারায়ণগঞ্জের "গডফাদার" হিসেবে পরিচিত ছিলেন। তবে ৫ আগস্টের পর হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। "খেলা হবে" বলে হুংকার দেয়া শামীম ওসমান যেন মাঠ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনার সরকারের পতনের পর তার দলের অন্যান্য সদস্যদের মতো তিনিও সরে পড়েন। নারায়ণগঞ্জের বহু গুম-খুনের সঙ্গে জড়িত এই নেতা এখন কোথায়, তা নিয়ে চলছে নানা জল্পনা।

গণমাধ্যমের তথ্যমতে, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় তাকে দেখতে পান বাংলাদেশের ফ্রিল্যান্স ফটোগ্রাফার মনিরুল হক। সিকিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে দেশে ফেরার আগে মনিরুল দিল্লিতে ভ্রমণকালে দরগায় শামীম ওসমানকে পরিবারের আরও তিন সদস্যসহ দেখতে পান। ঘটনাটির ভিডিও তিনি একটি দৈনিক পত্রিকায় দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে শামীম ওসমানকে মাথায় পাগড়ি ও জুব্বা পরে মসজিদে দেখা যায়। ছবিটির অবস্থান নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে আছেন।

এটি অবশ্য নতুন কিছু নয়। অতীতেও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে শামীম ওসমান একাধিকবার দেশ ছেড়ে পালিয়েছিলেন। তার বর্তমান অবস্থান নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন, তবে নারায়ণগঞ্জে তার অনুপস্থিতি যেন স্বস্তি নিয়ে এসেছে।

রাজু

×