চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর পুরান ঢাকার (গেন্ডারিয়া) শহীদ পরিবারের স্বজনদের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
আজ বুধবার সকালে (জানুয়ারি ০৮, ২০২৫) চারটি শহীদ পরিবারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন— দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পুরান ঢাকার গেন্ডারিয়া সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট চারটি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জাহিদুল কবির, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আওয়াল, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিউল আওয়াল, ছাত্রদল নেতা মিজানুর রহমান রনি, শারিফুল, মোহান, মিসবাহ, রুবেল, মাসুদ-সহ গেন্ডারিয়া, বংশাল থানা বিএনপি’র নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গেন্ডারিয়ায় চারটি শহীদ পরিবারের স্বজন লরা উপস্থিত ছিলেন। তারা হলেন-শহীদ শাহরিয়ার খান আনাস; গেন্ডারিয়া আদর্শ স্কুলের ছাত্র ছিলেন তিনি এবং গত ৫ আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হয়। এছাড়া শেখ মাহাদী হাসান জুনায়েদ, ইয়াসিন আহমেদ রাজ ও আব্দুল্লাহ সিদ্দিকীর পরিবার।
মহি