ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

আগামী বছর বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে: পরওয়ার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২২, ৩১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০১:২১, ১ জানুয়ারি ২০২৫

আগামী বছর বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে: পরওয়ার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইংরেজি নববর্ষ উপলক্ষে এক বিবৃতিতে বিদায়ী ২০২৪ সালকে গণঅভ্যুত্থানের স্মরণীয় বছর হিসেবে উল্লেখ করেছেন।

তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।

গণঅভ্যুত্থানের সুফল জবাবদিহিমূলক প্রশাসন ও মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ উপভোগ করবে। দেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

এম.কে.

×