
ছবি : সংগৃহীত
জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ সরকার তৈরি করবে, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন বক্তব্যের পর সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি সভায় বসেছে বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল তিনটায়, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এ নিয়ে সংগঠনটি ব্যাপক পরিকল্পনাও করেছে। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে বৈঠকও করেছেন সংগঠনের নেতারা।
তবে এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই প্রেস রিলিজটি ভুয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন কোন বিজ্ঞপ্তি দেইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করেন। তবে তারা রাত ১২ টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবে বলে উল্লেখ করেন।
মো. মহিউদ্দিন