আন্দালিব রহমান পার্থ
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কেন বা কিসের জন্য গ্রেফতার করা হয়েছিল তা আমি সঠিকভাবে বলতে পারব না। যারা গ্রেফতার করেছিল তারাই ভালো বলতে পারবে। আমি তো এর আগেও বহুবার গ্রেফতার হয়েছি।"
ভিপি নুরুল হক নূর সম্পর্কে প্রশ্ন করা হলে পার্থ বলেন, "নূর আমার ছোট ভাইয়ের মতো। তার প্রতি আমার একটি দুর্বলতা আছে। আমি চাই সে ভালো করুক। রাজনীতি এমন হওয়া উচিত যেখানে বড়রা ছোটদের স্নেহ করবে এবং উৎসাহিত করবে।"
ব্যারিস্টার পার্থের এই মন্তব্য রাজনীতির ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
জাফরান