ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: মাহী বি. চৌধুরী

প্রকাশিত: ১৫:৫৬, ২৪ ডিসেম্বর ২০২৪

মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: মাহী বি. চৌধুরী

মাহী বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী স্বীকার করেছেন, ২০১৮ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করা দলটির জন্য একটি ভুল সিদ্ধান্ত ছিল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকল্পধারার বারিধারাস্থ নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


মাহী বি. চৌধুরী বলেন, “বিকল্পধারা বাংলাদেশ দলীয় আদর্শের সঙ্গে সমঝোতা করে মহাজোটে যোগ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা জনগণের কাছে ভুল পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।” তিনি আরও জানান, এই সিদ্ধান্ত দলীয় ভাবমূর্তি ও তার ব্যক্তিগত নেতৃত্বের প্রতি আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি বলেন, “পরিবর্তন প্রত্যাশী তরুণ ও সংস্কারপন্থী নাগরিকরা আমাদের পদক্ষেপকে সুবিধাবাদী হিসেবে দেখেছেন। এর ফলে দলের জনপ্রিয়তা ও নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে।”


মাহী বি. চৌধুরী ২০১৮ সালের ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে বিকল্পধারাকে স্বকীয় রাজনীতি ও আদর্শে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “বর্তমান প্রজন্মের কাছে বিকল্পধারার প্রাসঙ্গিকতা ধরে রাখতে হলে আত্মসমালোচনা ও ভুল সংশোধন জরুরি।”

তিনি আরও জানান, ২০১৮ সালের নির্বাচনের পর বিকল্পধারা এবং আওয়ামী লীগের মধ্যে আর কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক হয়নি। এমনকি সরকারি বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানেও বিকল্পধারার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিল না।
২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত প্রসঙ্গে মাহী বি. চৌধুরী বলেন, “এবারের নির্বাচনে অংশগ্রহণ ছিল বিকল্পধারার আদর্শে ফেরার পদক্ষেপ। আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতার চেষ্টা করা হয়নি।”

তিনি আরও বলেন, “২০১৮ সালের প্রহসনমূলক নির্বাচনে একতরফা বিজয়ের চেয়ে ২০২৪ সালের সম্ভাব্য পরাজয় আমাদের কাছে অনেক বেশি সম্মানজনক।”

জাফরান

×