ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলব: জামায়াত আমির

প্রকাশিত: ০২:৫৭, ২৪ ডিসেম্বর ২০২৪

আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলব: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "বিগত ৫৩ বছরে শাসকচক্র দেশে নানা ধরনের বৈষম্য সৃষ্টি করেছে এবং মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা এমন এক বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলব।"

সম্প্রতি কুমিল্লার টাউনহল ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, "নতুন স্বাধীনতায় যারা প্রবাস এবং দেশ থেকে যুদ্ধ করেছে, তাদের প্রতি লাল গোলাপের শুভেচ্ছা জানাই। যাদের সাহাদাত জীবনের চেয়ে প্রিয়, তাদের কখনো ধমক দেওয়া উচিত নয়। বরং তাদের আদরে রাখতে হবে। আগামী দিনের বাংলাদেশ তরুণদের। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং সাংবাদিকসহ সবাইকে এই বাংলাদেশে সম্মানিত স্থান দিতে হবে।"

এম.কে.

×